পরিবহন শ্রমিকদের বিশেষ প্রণোদনা দেয়ার আহবান

Passenger Voice    |    ০২:৪৪ পিএম, ২০২১-০৪-১৩


পরিবহন শ্রমিকদের বিশেষ প্রণোদনা দেয়ার আহবান

১০ এপ্রিল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের আহব্বায়ক এম জসিম উদ্দীন রানা ও সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস স্বাক্ষরিত বিবৃতিতে বলেন- দেশের অন্যতম বৃহৎ সেবাখাত একমাত্র চালিকাশক্তি সড়ক পরিবহন খাত। এই খাতে কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় ৭৫ লাখেরও বেশী। দেশের দুর্দিনে, জাতির দুঃসময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং অবহেলিত পরিবহন শ্রমিকরা। 

রাস্ট্রের অন্যতম এই চালিকা শক্তির প্রদান উৎস সড়ক পরিবহন খাতে কর্মরত শ্রমিকদের জীবন-জীবিকায় রাস্টীয় অসহযোগীতা, আইনী প্রাপ্য অধিকার বঞ্ছিত, দক্ষ জনশক্তি তৈরীতে অব্যবস্থাপনা, কর্মের বৈধতায় লাইসেন্স প্রাপ্তি ও কর্মকালীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রাফিক পুলিশের হয়রানী, মালিক কর্তৃক আইনে স্বীকৃত নিয়োগপত্র বঞ্ছিত এমনকি সর্বোপরি জাতীয় ভিত্তিক তথাকথিত একটি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্বের বলয়ে আইন প্রয়োগকারী সংস্হা ও ক্ষমতাসীন দলের স্হানীয় নব্য নেতৃত্বের পরিচয়ে থাকা চুনাপুটি নেতা পেশাধার ধান্ধাবাজদের পৃষ্টপোষকতায় সড়কে প্রকাশ্যে বেপারোয়া চাঁদাবাজিতে সড়ক পরিবহনে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে শারীরিক ও মানষিক নির্যাতনে অতিষ্ট হয়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে সড়ক পরিবহন খাতে কর্মরত পেশাধার শ্রমিকরা। 

সম্প্রতি সময়ে দেশের অনেক সেবাখাতকে প্রধান্য দিয়ে অগ্রাধীকারের ভিত্তিতে সরকার করোনা ভাক্সিন প্রয়োগের ঘোষনা দিলেও অন্যতম বৃহৎ পণ্য ও গণ পরিবহনে নিয়োজিত সেবাখাতে কর্মরত সড়ক পরিবহন শ্রমিকদের অবমূল্যায়ন করা হয়েছে দাবি করে নেতৃবৃন্দরা বলেন সড়ক পরিবহন শ্রমিকদের জীবন-জীবিকার তাগিদে রাস্ট্রকে সচল রাখার একমাত্র চালিকাশক্তি সড়ক পরিবহনের হৃৎপিন্ডখ্যাত শ্রমশক্তি বাছিয়ে রাখতে আগামী ১৪ এপ্রিল থেক করোনা মহামারী প্রতিরোধে দেশব্যাপি লক-ডাউন ঘোষনার পূর্বেই সড়ক পরিবহনে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ প্রনোদনা ও অগ্রাধিকার ভিত্তিতে কোভিট ভাক্সিন প্রদানের দাবি জানান নেতৃবৃন্দরা।